ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের কাঠালিয়া গ্রামে ২০ লাখ টাকার গরু জবাই করে ভূরিভোজের মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঢাকা জেলা উত্তর শাখার সহ-সভাপতি আব্দুল মান্নান।
শুক্রবার বিকাল ৩টার দিকে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের কাঠালিয়া গ্রামে নিজ বাড়িতে জমকালো অনুষ্ঠান ও গ্রামবাসীদের ভোজন করিয়ে এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদের হাতে ফুলের দিয়ে আওয়ামী লীগে আনুষ্ঠানিক যোগদান করেন আব্দুল মান্নান।
বাংলাদেশ ইসলামী আন্দোলন ঢাকা জেলা উত্তর শাখার সহ-সভাপতি ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে পরাজিত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতি করেছি। বিনিময়ে অনেক জেল জুলুম ও মানুষের অত্যাচার সহ্য করেছি। এরপর আমি নিরুপায় হয়ে বাংলাদেশ ইসলামী আন্দোলনে যোগদান করি। বাংলাদেশ ইসলামী আন্দোলনের ঢাকা জেলা উত্তর শাখার সহ-সভাপতি হিসাবে গেল জাতীয় নির্বাচনে আমি ধামরাই থেকে জাতীয় সংসদ সদস্য হিসাবে হাতপাখা প্রতীক নিয়ে বর্তমান এমপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে নির্বাচন করি। আমি দেশের উন্নয়নের স্বার্থে ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আমার অনুসারীদের নিয়ে আওয়ামী লীগে পুনরায় যোগদান করলাম।
এই বিষয়ে ঢাকা-২০ ধামরাই আসনের এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ বলেন, কাঠালিয়া গ্রামের আব্দুল মান্নান আগে আওয়ামী লীগে ছিলেন। মাঝখানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। তিনি গত জাতীয় নির্বাচনে মান্নান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে নির্বাচন করেছিল। মান্নান নির্বাচন করলেও তিনি আমার সঙ্গে সব সময় যোগাযোগ করতেন। আমি তাকে সহযোগিতা করেছি। মান্নান তার ভুল বুঝতে পেরে পুনরায় আওয়ামী লীগে যোগদান করেছেন।
এ যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী মো. সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, গাংগুটিয়া ইউনিযয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের, বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com