বাংলানিউজ :
বরিশাল: ১৯৪০ সালের সিএস খতিয়ান অনুসারে বরিশাল সিটি কর্পোরেশন ও সদর উপজেলায় ১০ হাজারের বেশি পুকুর ছিল। আর ২০১০ সালের মাস্টার প্ল্যানের তথ্যানুযায়ী শুধুমাত্র বরিশাল নগরে অস্তিত্ব পাওয়া গেছে ৪৩৬টি পুকুরের।
তবে, পরিবেশ বাদীদের দাবি বর্তমানে ২০০ পুকুরেরও অস্তিত্ব নেই। পুকুর, খাল ভরাটের কারণে ধান-নদী-খালের বরিশালের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এ বিপর্যয় মোকাবিলা করতে হলে দখল ও দূষণের বিরুদ্ধে সমম্বিতভাবে কাজ করতে হবে।
বরিশালে জলাশয় সুরক্ষা ও সংরক্ষণে ১৩টি সুপারিশমালা উপস্থাপন করা হয়েছে গণশুনানিতে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নদী রক্ষায় উচ্চাদালতের রায় বাস্তবায়ন, সি.এস ম্যাপ অনুযায়ী নদীর সীমানা নির্ধারন, দখল-দূষণ ও ভরাটে আইনের কঠোর
প্রয়োগ, নদী রক্ষা কমিশনের নিয়মিত তৎপরতা, সামাজিক আন্দোলন ও প্রেসার গ্রুপ সক্রিয়া রাখা ইত্যাদি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com