সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা।।
পটুয়াখালীর দশমিনায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাচ্ছেন ১১ হাজার ৬শ” ৫৮জন দরিদ্র পরিবার। সেপ্টেম্বর মাস থেকে নভেম্বর পর্যন্ত তিন মাস এ চাল পাবেন। তবে ফি বছর মোট পাঁচ মাস ১০টাকা কেজি দরে চাল বিতরণ করছে সরকার। গতকাল মঙ্গলবার থেকে উপজেলার ৭ইউনিয়ানে এ চাল বিতরন কার্যক্রম শূরু হয়।
মার্চ-এপ্রিল এবং এই তিন মাস খাদ্যবান্ধব সরকার এ চাল বিতরণ করছে। সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন দিন এ চাল বিতরন করেন। কার্ডধারী প্রত্যেক পরিবার পাবেন ৩০ কেজি চাল। গ্রামে বসবাসরত হতদরিদ্র ভ‚মিহীন, কৃষিশ্রমিক, দিনমজুর, উপার্জনে অক্ষম, বিধবা, তালাক প্রাপ্তা, স্বামী পরিত্যাক্তা, অস্বচ্ছল বয়স্ক নারী প্রধান প্ররিবার এবং যে সব দৃঃস্থ পরিবারে শিশু বা প্রতিবন্ধী রয়েছে তারা এ তালিকায় অগ্রাধিকার পাবেন। এমন নির্দেশনার আলোকে তালিকা তৈরি করে কার্ডধারী পরিবার ১০টাকা কেজি দরে মাসে একবার ৩০ কেজি করে চাল ক্রয়ের সুযোগ পাবেন। উপজেলার ৭টি ইউনিয়নে এমন কার্ডধারী হতদরিদ্র ১১ হাজার ৬শ” ৫৮ পরিবার মঙ্গলবার থেকে এ চাল টানা তিন মাস পাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস জানান, ১০টাকা কেজি’র চাল বিতরণে কোন ইউনিয়ানে অনিয়মের খবর পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com