নিজস্ব প্রতিবেদকঃ
বোন জামাতার বাড়িতে বেড়াতে এসে বৈদ্যুতিক ফ্যান ছাড়ার সময় বিদ্যুতপৃষ্ট হয়ে মোহাম্মদ হোসাইন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে জেলার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পূর্ব কোরালিয়া গ্রামে।
জানা গেছে, ঢাকায় বসবাসরত মেহেন্দীগঞ্জের উলানিয়া ইউনিয়নের শুকরাবাদ গ্রামের জয়নাল আবেদীনের পুত্র মোহাম্মদ হোসাইন বৃহস্পতিবার সকালে পূর্ব কোরালিয়া গ্রামের বোন জামাতা মিজান হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে।ওইদিন বেলা এগারোটার দিকে বৈদ্যুতিক ফ্যান ছাড়ার সময় বিদ্যুতপৃষ্ট হয়ে সে গুরুত্বর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কিশোর মোহাম্মদ হোসাইনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com