হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চলছে। কিন্তু অসাধু জেলেরা সরকারী আইন তোয়াক্কা করছেন না। মেঘনা নদীর কিছু অংশে শতশত জেলে অবাধে মা ইলিশ শিকার করছে। নদীর পাড়ের স্থানীয় সাধারন মানুষের দাবী প্রশাসন ম্যানেজ করেই মাছ শিকার করছে।
উপজেলার মেঘনা নদীর হরিনাথপুর গঙ্গাপুর, বদরপুর ,আশুলী আবুপুর, সুলতানপুর ও জানপুর সহ একাধিক স্থানে ঘুরে দেখা যায় শতশত জেলে প্রকাশ্যে মা ইলিশ শিকার করছে। এছাড়াও হরিনাথপুর ইউনিয়নে বদরপুর ও আশুলী আবুপুরে মা ইলিশ বিক্রির জন্য সকাল-সন্ধ্যা অস্থায়ী বাজার বসে। হরিনাথপুর ইউনিয়নের ছয়গাঁও গ্রামের নদীর পাড়ের বাসিন্দা রুবেল জানায়, মা ইলিশ শিকার নিষেধ থাকার পরও শতশত জেলে প্রশাসন ম্যানেজ করে মা ইলিশ শিকার করছে। আপনাদের সংবাদে কিছু হবে না। এ বিষয়ে হিজলা উপজেলা সিনিয়র কর্মকর্তা এম এম পারভেজ বলেন, আমাদের অভিযান রাত দিন ২৪ ঘন্টা চলছে। অভিযান শুরুর থেকে অনেক জেলেকে আটক করেছি। মা ইলিশ রক্ষা শুধু আমার একার দায়িত্ব নয়, এটা জনপ্রতিনিধি সহ সকলের কাজ। আমার একার পক্ষে মেঘনা নদীর মা ইলিশ রক্ষা করা সম্ভ নয়। আমি আমার চেষ্টা করছি। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার বলেন, সরকারের আইন আমান্য করে অনেক জেলে মাছ শিকার করছেন এমন অভিযোগ রয়েছে। আজ থেকে মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে আমি নিজেও অভিযান পরিচালনা করবো।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com