নিজস্ব প্রতিবেদক : বরিশালের শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মাঝে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পরে হিজলা থানা পুলিশের কঠোর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে- একুশের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার তারেক হাওলাদার ও উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ফুল দেওয়ার সময় আবুল হাসানাত আব্দুল্লাহর অনুসারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার ও যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপুর গ্রুপের মাঝে প্রকাশ্য হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এমপি পঙ্কজ নাথ অনুসারীদের শহীদ মিনারে দেখা না গেলেও তার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদ ও প্রশাসন।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও এনায়েত হোসেন হাওলাদার ও আলতাফ মাহমুদ দিপুর বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ মিয়া বলেন, শহীদ বেদিতে প্রচুর লোকজন থাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com