বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই দিন বয়সের নবজাতক চুরি করে নিয়ে যাওয়ার সময় শাহিনুর বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর আমানতগঞ্জ থেকে স্থানীয় জনতার সন্দেহ হলে ট্রিপল নাইনে কল করলে কোতোয়ালি মডেল থানা পুলিশ শাহিনুরকে আটক করে। শাহিনুর বরিশাল সদর উপজেলার চরহোগলা গ্রামের আনিচ মিয়ার স্ত্রী।
জানা গেছে, বুধবার সকালে ঘুম থেকে উঠে নবজাতকের মা কাকলী বেগম বাথরুম থেকে ফিরে এসে তার শিশুসন্তানকে হাসপাতালের বেডে না পেয়ে কাঁদতে থাকেন। নবজাতক নিয়ে শাহিনুর বেগম নগরীর আমানতগঞ্জে পৌঁছলে সিটি করপোরেশনে কর্মরত শাহাদাৎ হোসেনের সন্দেহ হলে তিনি ৯৯৯ কল করেন। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ শাহিনুর বেগমকে আটক করে। এরপর পুলিশ উদ্ধার করা নবজাতক নিয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মা কাকলী বেগমের কাছে পৌঁছে দেয়। বরিশাল সিটি করপোরেশনের কর্মী শাহাদাৎ হোসেন বলেন, এক মহিলা একটি শিশুকে নিয়ে লুকোচুরি করছিল। সন্দেহ হওয়ার পর তাকে জিজ্ঞাসা করলে উল্টাপাল্টা উত্তর দিতে থাকে। এরপর ৯৯৯ নাম্বারে কল করলে পুলিশ এসে আটক করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলী আশরাফ ভূঁইঞা বলেন, নগরীর কাউনিয়া বিসিক সড়কের হেলাল বেপারীর স্ত্রী কাকলী বেগম মঙ্গলবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই পুত্রসন্তানের জন্ম দেন। বুধবার সকালে হাসপাতাল থেকে নবজাতককে চুরি করা হয়। আমরা ওই নবজাতককে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করেছি এবং চোরকে আটক করে আইনের আওতায় নিয়ে এসেছি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com