উজিরপুর প্রতিনিধি
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ‘লক্ষ্মীপূজা’ উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলার হারতায় ‘ঐতিহ্যবাহী নৌকা বাইচ’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) বিকেলে সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীতে ১৬১তম এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। নৌকাবাইচকে কেন্দ্র করে কচা নদীর দুই পাড়ে উজিরপুরসহ আশপাশের উপজেলার লাখো মানুষ জড়ো হন।
দক্ষিনাঞ্চলের বৃহত্তম এ নৌকাবাইচে দক্ষিনাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সু-সজ্জিত ছয়টি নৌকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতেছেন যথাক্রমে অমল সরকার, সনাতন বিশ্বাস এবং লাজারেস্ট সনিয়া ও তাদের দল।
বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৌকা বাইচের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় নদীর দুই তীরে দাঁড়িয়ে এবং ট্রলার ও নৌকা নিয়ে বাইচ অনুষ্ঠান উপভোগ করেন লক্ষাধিক মানুষ।
নৌকা বাইচ উপলক্ষে সব শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয় হারতা এলাকা। নৌকা বাইচকে ঘিরে দিনভর হারতার দুই প্রান্তে মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com