অনলাইন ডেস্ক ::: শারীরিক প্রতিবন্ধী মজিবর রহমান স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। হামাগুড়ি দিয়ে চলতে হয়। এভাবেই তিনি যোগ দিয়েছেন বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে। বরিশালের হিজলা উপজেলা থেকে গণসমাবেশ যোগ দিয়েছেন তিনি।
শনিবার সমাবেশ মঞ্চের কাছে হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে দেখা গেছে মজিবরকে।
মজিবর বলেন, ‘হিজলা থেকে ট্রলারে বরিশাল এসেছি। কীর্তনখোলা নদীর তীরে নামার পর হামাগুড়ি দিয়ে পৌঁছি সমাবেশস্থলে। দলকে ভালোবেসে নিজের ইচ্ছায় সমাবেশস্থলে এসেছি।’
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুষ্ঠু ভোটের দাবি জানান মজিবর। এসব দাবির বাস্তবায়ন করতে বরিশাল বিভাগীয় সমাবেশে এসেছেন বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com