নয় বছর আগের নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খানসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী বুধবার এ পরোয়ানা জারি করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।
এসআই শাহ আলম বলেন, পল্টন থানার নাশকতার মামলায় হাবিব-উন-নবী খানসহ ১৩ আসামি আজ আদালতে হাজির হননি। এ কারণে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
পল্টনের রাস্তায় যানবাহন চলাচলে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে ২০১৩ সালের ৫ মে মামলাটি হয়েছিল।
নাশকতার আরেক মামলায় সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মহানগর দক্ষিণের সদস্য ইশরাক হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার আদালত।
মতিঝিল থানার নাশকতার মামলায় ইশরাকের বিরুদ্ধে আর পল্টন থানার নাশকতার মামলায় রিজভীর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়।
সোহেলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার অভিযোগে বলা হয়, সেদিন হেফাজত ইসলাম, জামায়াত-শিবির ও বিএনপির অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১০০-১৫০ নেতা-কর্মী বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিতে থাকে। বেআইনি অস্ত্রশস্ত্রে, ইটপাটকেল, বাঁশের লাঠি, লোহার রড, হকিস্টিক নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, পুলিশের ওপর হামলা করে। তারা হত্যার উদ্দেশে ককটেল ও হাতবোমা নিক্ষেপ করে। এতে অনেক পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়।
পল্টন মডেল থানার এসআই সঞ্চয় কুমার দাসের করা মামলায় বিএনপি নেতা সোহেলসহ আসামি করা হয় ৬৯ জনকে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com