বুইররা ব্যাডায় পেনছে দেহি
আডুর উপরে প্যান
কিছু কোলোম কইতে গ্যালে
কইররা ওডে ছ্যান।
আগের কালে ব্যাবাক্কে য্যামোন
লোঙ্গি দেতে কাছা
এহন পড়ে হাপপ্যান, হেতে
দ্যাহা যায় পাছা।
এমন জমানায় পরছি আইয়া
কেয়ামত দারাদার
লোঙ্গি থুইয়া ভাই হাপপ্যান দেহি
পেনদোনে হগলার।
চুল দারিতেও দরছে পাক
হেদিক নাই নজোর
বুরা গুরা ব্যাবাক্কেই বারাইছে
হাপপ্যানেরই কদর।
ওগো দ্যাকলে মোগো লাগে শরম
বোজেনা হেয়া ওরা
হাপপ্যান যে কেউ হরেনা পছন্দ
বুজাইবে হেয়া কারা।
দ্যাকলেই মোনেওয় খারাইয়া আছে
ছিলাইননা দুইটা মুলা
দ্যাহার লগ-লগেই মোনডায় কয়
চোহে লাগাই তুলা।
যা পেনবে গুরাগারায়, পেনদে
হেইয়া বুড়াডায়
দ্যাকলে হেইয়া চোহের হোমমে
কিজে কয় মোনডায়।
এ্যামোন যদি ভাই চলতে থাহে
সোমাজডার কি অইবে?
এহোনি যদি এইয়া থামান না যায়
ব্যাহায়া ব্যাবাক্কে কইবে।
লেখক : সাংবাদিক ও কবি
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com