স্টাফ রিপোর্টার ।।
আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের সরাসরি হস্তক্ষেপে পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলেন স্বতন্ত্র প্রার্থী, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যন ও প্রশাসক মহিউদ্দিন মহারাজ। জানা গেছে, গতকাল (শনিবার) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে মহিউদ্দিন মহারাজকে ডেকে নিয়ে তার সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় আরও বেশ কয়েকজন নেতা ছিলেন বলেও জানা গেছে। রোববার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তিনি এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনও করবেন বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, শনিবার দলের সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন থেকে মহিউদ্দিন মহারাজকে সরে যাওয়ার অনুরোধ করেন। এবং দলের সিদ্ধান্ত মেনে সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করার কথা বলেন। বৈঠকে উপস্থিত একজন সিনিয়র নেতা জানান, মহিউদ্দিন মহারাজকে জেলা পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে ভবিষ্যতে বড় কোনো কিছু দেওয়ার আশ্বাস দিয়েছেন ওবায়দুল কাদের।
পরে সেখানে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম আউয়ালকে ডেকে নিয়ে মহিউদ্দিন মহারাজকে সাথে নিয়ে রাজনীতি করার নির্দেশনা দেন ওবায়দুল কাদের। উল্লেখ্য, পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে যিনি আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন তিনি এ কে এম আউয়ালের ছোট ভাইয়ের স্ত্রী।বিষয়টি জানতে চাইলে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আউয়াল জানান, দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন মহিউদ্দিন মহারাজ। আজ (রোববার) বেলা ১২টায় পিরোজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে বলেও জানান আউয়াল।
এদিকে বিষয়টি নিশ্চিত করে মহিউদ্দিন মহারাজের ভাই ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মিরাজুল ইসলাম ফেসবুক স্টাটাসে সকল জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি লেখেন, রাজনীতিকে ‘নীতির রাজা’ হিসেবে মেনে জনসেবাকে মূলমন্ত্র ধরে আত্ম-নিয়োজিত রাখাকেই আমরা সবসময় মূখ্য হিসেবে মনে করেছি। আমাদের রাজনীতির একমাত্র অভিভাবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবসময় তার নির্দেশনা আমাদের একমাত্র পথচলার পাথেয়। সে কারণে আসন্ন পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের (জনপ্রতিনিধি) সর্বোচ্চ সমর্থন থাকার পরও দলের নীতি নির্ধারণী ফোরামের নির্দেশনা মেনে আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি, আগামী ১৭ অক্টোবর পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে আপনারাও দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
সদ্য মেয়াদ শেষ হওয়া জেলা পরিষদে পিরোজপুরের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন মহিউদ্দিন মহারাজ। গত নির্বাচনেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটে হারিয়েছিলেন।
এবারও নির্বাচনের আগেই পিরোজপুর জেলা পরিষদের ৭৪৭ জন ভোটারের মধ্যে ৭০৪ জনই মহিউদ্দিন মহারাজকে প্রকাশ্যে সমর্থন জানান। সে কারণে ইতোমধ্যেই জেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের মহিউদ্দিন মহারাজ সারাদেশে ব্যাপক আলোচনায় আসেন। এদিকে মহিউদ্দিন মহারাজের প্রার্থীতা প্রত্যাহারের মধ্য দিয়ে পিরোজপুর জেলায় ফাঁকা মাঠে সালমা ইসলামের জয় এখন সময়ের ব্যাপার মাত্র।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com