স্টাফ রিপোর্টার।। পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলীতে ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা এবং সড়কে অবৈধ ট্রলিসহ সব ধরণের অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পৌর শহরের শহিদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ২৪ সেপ্টেম্বর ঘটা এ দুর্ঘটনায় শিশু জিহাদ, তার মা মুক্তা বেগম ও নানী মিনারা বেগম নিহত হন। এখনও আহতাবস্থায় হাসপাতালে তার দুই ভাইবোন ও দাদী। মানববন্ধনে বক্তারা বলেন, কলাপাড়া পৌর শহরসহ উপজেলার ১২টি ইউনিয়নে কয়েকশ কিলোমিটার সড়কে কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর ও হামজা ট্রলি হিসেবে ব্যবহার করে সড়কে মাল পরিবহণের কাজে চলছে। এসব ট্রলির চালকদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স। এ ছাড়া বেপরোয়াভাবে চলাচল করছে ব্যাটারিচালিত অটো ও টমটম। যার চালকরা বেশিরভাগই অপ্রাপ্ত বয়স্ক এবং মাদকসেবী। এসব অবৈধ যানের নিচে চাপা পড়ে প্রতিবছর বহু মানুষের প্রাণহানি ঘটছে। অনেক মানুষ পঙ্গুত্ববরণ করছে। তাই সড়কে এসব অবৈধ যান চলাচল বন্ধের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। সমাবেশ শেষে কলাপাড়ায় সব অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com