যশোর জেলা প্রতিনিধি : সড়কবাতি নষ্ট হওয়ায় যশোর পৌরসভার বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলীকে পিটিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর রাজিবুল আলমের অনুসারীরা।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে পৌরসভায় ওই প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুজ্জামান তুহিন পৌরসভার বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী। এ ঘটনার প্রতিবাদে পৌরসভায় ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন কর্মচারীরা।
যশোর পৌরসভা সূত্র জানিয়েছে, যশোর পৌরসভার বিভিন্ন এলাকায় বেশকিছু সড়কবাতি নষ্ট হয়ে গেছে। পৌরসভার বিদ্যুৎ বিভাগ পর্যায়ক্রমে বাতিগুলো মেরামত করছিল। ৫ নম্বর ওয়ার্ডের সড়কবাতি মেরামত নিয়ে পৌরসভার বিদ্যুৎ বিভাগের কর্মীদের হুমকি দেন এবং গালিগালাজ করেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলমের অনুসারীরা। বিদ্যুত বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইফুজ্জামান তুহিন তাদের বোঝানোর চেষ্টা করেন, মেরামতকাজ চলছে। পর্যায়ক্রমে দ্রুতই সব মেরামত করা হবে।
কিন্তু বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার দুপুরে উপসহকারী প্রকৌশলী সাইফুজ্জামান তুহিনের কার্যালয়ে যান কাউন্সিলর রাজিবুল আলমের অনুসারী বিপ্লবসহ আরও কয়েকজন। তারা প্রকৌশলী তুহিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তার ওপর চড়াও হন। সেই সঙ্গে তাকে মারপিট করেন। এ সময় ওই দফতরে অবস্থান করা পৌরসভার কর্মীরা তাদের ঠেকাতে গেলে তাদেরও মারতে উদ্যত হন মেয়রের অনুসারীরা।
উপসহকারী প্রকৌশলী সাইফুজ্জামান তুহিন বলেন, রাজিবুল ভাইয়ের লোকদের বোঝানোর চেষ্টা করেছি, কর্মীদের হুমকি-ধমকি, গালিগালাজ করার দরকার নেই। কোনো অভিযোগ থাকলে আমাকে জানাবেন। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে তারা আমার গায়ে হাত তুলেছে।
এ ঘটনার পরপরই পৌর কর্মচারীরা কর্মবিরতি পালন শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুঃখপ্রকাশ করেন পৌর কাউন্সিলর রাজিবুল আলম। এরপর পৌর কর্মচারীরা তাদের কর্মবিরতি তুলে নেন।
যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজিবুল আলম বলেন, আমার অনুসারীরা পৌরসভার কর্মচারী কিংবা কর্মকর্তাকে মারধর করেনি। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com