১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ইতিমধ্যে বাংলাদেশ পার করেছে বিজয়ের ৫১ বছর। দেশটি স্বাধীন হবার পিছনে যে ব্যক্তিটির অবদান অপরিসীম, যিনি না থাকলে হয়তো বাংলাদেশ নামক ভূখণ্ডটির জন্মই হতো না তিনি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশকে উন্নত জাতি হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছেন বলে মন্তব্য করেছেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমদ (বীর বিক্রম)।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
যারা এখনও স্বাধীনতা বিরোধী তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সমৃদ্ধির অভিযাত্রায় সকলকে ঐক্যদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাবেক এসপি মাহবুবউদ্দিন আহমদ (বীর বিক্রম)।
জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজামান, পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মোহাম্মাদ ইউনুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এর আগে সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, রেঞ্জ পুলিশ, মেট্রোপলিটন পুলিশ সহ সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক দলের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com