স্বাধীনতার মুক্তি
কলমেঃ এস,কামরুন নাহার
"স্বাধীনতা আর স্বৈরাচার পেখম
তুলেছে শত্রুতার",
ওই শোন! স্বাধীন বাংলার বুকে
দূর্নীতির বিরুদ্ধে আর্তচিৎকার,
এখনো বাংলা চায় বাঁচার অধিকার,
পাঁজরে তার শাণিত ব্যথার ভার!
কী হবে এই স্বাধীনতার?
সবুজের মাঝে লাল পতাকা
রক্তিম বিজয়ের সুর তুলতে
থমকে দাঁড়ায়,
কখনো আবার শ্বাসরুদ্ধ হয়ে
জ্ঞান হারায়।
অকাল মৃত্যুর ভয়ে পালিয়ে
বেড়ায় দূর অজানায়।
স্বাধিকার আর অধিকার লুন্ঠনে
স্বাধীনতা আজ বন্দীশালায়।
কথা বলার অধিকার নেই,
রাত্রি নিশিতে ঘুমাতে নেই,
পাখির ডাকে জাগতে নেই
মেধা যাচাইয়ের উপায় নেই
তবুও আমরা বিজয়ের'ই
গান গাই।
গণতান্ত্রিক মূল্যবোধের অভাবে
স্বাধীনতা পঙ্গু অসহায়ের মতো
হামাগুড়ি দিয়ে স্বৈরাচার বিরোধী
শ্লোগান দিচ্ছে।
আপন স্বাধীকার আদায়ের লক্ষে
যে মাটিতে ত্রিশ লক্ষ শহীদের প্রাণ
রক্তে ভেসেছিল, সম্ভ্রম হারিয়েছিল বাঙ্গালি নারী।
সে মাটি আজও রক্তে লাল হয়!
আজও নারী সম্ভ্রম হারায়।
আমলাতন্ত্রের মন্ত্রপুরীতে
স্বাধীনতা শিকল ভাঙার গান
গায় গভীর রজনীতে।
স্বাধীনতা শহীদি প্রাণের শান্তি চায়
মুক্ত বাতাসে ভাসতে চায়,
আকাশ কাঁপিয়ে হাসতে চায়,
বন্দী জীবনের মুক্তি চায়।
"কামরুন নাহার "
রচনাঃ ১৭/১২/২০২২খ্রী.
সময়ঃ বেলা ১.১৫ মিঃ
স্থানঃ সাভার, কমলাপুর।
ছবিটি ২০১৮ সালের।
______________________________
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com