মামুনুর রশীদ নোমানী :
সালটা ২০১৭। সবুজ ঢাকা গড়ি শ্লোগান নিয়ে বুট ক্যাম্প থেকে সরাসরি ২০১৭ এর ২২ জানুয়ারী শনিবার দুপুরে মিরপুর- ১০ চত্ত্বরে চলে যাই। আমরা গোল চত্বর পরিস্কার করবো। উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিুসল হক ।বিশেষ অতিথি স্থপতি মোবাশ্বের হোসেন চলে আসলেন। তার সাথে অনেক বিষয়ে কথা বলেছি। বরিশাল বাড়ি নাম শুনেই তার বহু স্মৃতির কথা বললেন। বললেন দুষিত ঢাকা ও দুষনের বিষয়ে । পুরো প্রোগামে তার সাথেই ছিলাম।
স্থপতি মোবাশ্বের হোসেন ১ জানুয়ারী রোববার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন ।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট মোবাশ্বের হোসেনের মৃত্যুর খবর জানিয়েছে। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ছিলেন মোবাশ্বের হোসেন। নাগরিক আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন তিনি।
স্থপতি মোবাশ্বের হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক সভাপতি। এ ছাড়াও সম্মিলিত ক্রীড়া পরিবারের প্রতিষ্ঠাতা আহবায়কও ছিলেন। দেশের ক্রীড়াঙ্গনের বিশেষ করে বিসিবির যে কোনো অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। ধানমন্ডি মাঠ ও তেঁতুলতলা মাঠ নিয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন।
তিনি আপাদমস্তক একজন ভালো মনের মানুষ ছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com