পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাটি ইউনিয়নের মোল্লা বাড়ির সংলগ্ন পাঙ্গাসিয়া খালের উপর তৈরি বাশের সেতুটি ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে করে দুই পাড়ের লোকজন সহ স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতে বিপাকে পড়েছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিনের তৈরি এই সেতুটি পানির স্রোতের কারণে সেতুর উত্তর পাড়ের একাংশ ভেঙ্গে যায়। যাহা মেরামতের জন্য সরকারিভাবে সাহায্য ছাড়া সম্ভব নয়। স্থানীয় ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই সেতু পার হয় যেতে হয়। বর্তমানে অনেক দূরে ঘুরে অথবা কোন আগত নৌকায় চড়ে খাল পারাপার হতে হয়। বর্তমানে আমাদের দুর্ভোগের শেষ নেই।এ ব্যাপারে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার জানান, শিগগিরই সেতুটি মেরামত করা হবে। এবং এই খালে একটি পাকা সেতু করার জন্য পরিকল্পনা আছে। বরাদ্দ পেলে শিগগিরি কাজ শুরু করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com