বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে সুন্দরবনসহ উপকূলীয় বাগেরহাটে রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে সুন্দরবনসহ জেলার নিম্নাঞ্চল।
এদিকে, জোয়ারে পানগুছি, ভৈরব, মধুমতি, মোংলা, চিত্রাসহ জেলার সব নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, এখন পূর্ণিমার গোন চলছে। এ সময়ে এমনিতেই পানির চাপ বেশি থাকে। এর মধ্যে নিম্নচাপের প্রভাবে পানি বেড়েছে দুই থেকে তিন ফুটের মত।
সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: বেলায়েত হোসেন বলেন, সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছে সুন্দবনে। অতি জোয়ারের সময় স্বাভাবিকের তুলনায় প্রায় তিন ফুট উচ্চতার চর ও বন প্লাবিত হচ্ছে। সাগর উত্তাল হওয়ায় ফিশিং ট্রলারগুলো সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয় নিয়েছে।
মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রুপ নিয়েছে। সমুদ্রবন্দরগুলোকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হচ্ছে। এটি ওড়িশা উপকূল ও বাংলাদেশের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ক্রমেই ঘনীভূত হওয়ায় সাগর উত্তাল ও উপকূলীয় এলাকায় থেমে থেমে ঝড়ো বৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, ‘বৈরী আবহাওয়া আগামী আরও দু-তিন দিন অব্যাহত থাকতে পারে। ভরা পূর্ণিমার মধ্যে নিম্মচাপের ফলে স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট পানি বাড়তে পারে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com