নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক মোহাম্মদ আলী খান জসিমের একমাত্র ছেলে মুসাব্বির খান জারিফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১৯ বছর। পরিবার সুত্রে জানা গেছে, এক বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় জারিফ। ভারতে দীর্ঘমেয়াদী চিকিৎসা শেষে দেশে ফিরে আসে। তিনদিন পূর্বে মাদারীপুরে বেড়াতে যায়। সেখানে ফুড পয়জনিং হয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে সন্ধ্যায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষনা করেছেন। সোমবার জোহরবাদ নগরীর সদর রোড বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে নগরীর মুসলিম গোরস্থানে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে।
জারিফের মৃত্যুর খবর শুনে নগরীর কাটপট্টির বাসভবনে সমবেদনা জানাতে ছুটে যান সিনিয়র সাংবাদিক ওসিনিয়র সাংবাদিক আনিচুর রহমান খান, প্রকাশক-সম্পাদক পরিষদের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন প্রকাশক-সম্পাদক কাজী মিরাজ, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, এটিএন বাংলার হুমায়ুন কবির, জেইবির সভাপতি স্বপন খন্দকার, শামীম আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ শাহ সাজেদাসহ সাংবাদিক নেতৃবৃন্দরা। তারা জারিফের আত্মার মাগফেরাত কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com