স্টাফ রিপোর্টার : বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডাঃ মোঃ আলী রুমীকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। ডঃ মোঃ আলী রুমী ২০২০ সালে শের ই বাংলা মেডিকেল কলেজ বরিশালে সহকারী অধ্যাপক হিসেবে নেফ্রলজি বিভাগে যোগদান করেন।
যোগদানের পর থেকে তার প্রচেষ্টায় প্রথম ১০টি ডায়ালাইসিস মেশিন দিয়ে ডায়ালাইসিস ইউনিট চালু করে। এ পর্যন্ত ৫০০ এর অধিক রোগীকে সফলভাবে সি,ভি ক্যাথেটার সম্পাদন করেছেন এবং অদ্যবধি ডায়ালাইসিস সেবা পূর্ণভাবে প্রদান করে যাচ্ছেন। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস চালু করার জন্য শেবাচিম পরিচালকের সহযোগিতা নিয়ে চেষ্টা করে যাচ্ছেন। সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি হওয়ায় কিডনী বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com