পটুয়াখালী প্রতিনিধিঃ সরকার দেশের উন্নয়নের কাজে যে অর্থ বা টাকা বরাদ্ধ দিচ্ছে তার ৮০ অথবা ৯০ ভাগ কাজে লাগানো হতো তাহলে আমাদের দেশ অনেক আগেই ইউরোপের মত হত। দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় পটুয়াখালীর আয়োজনে পটুয়াখালী ও বরগুনা জেলার দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে গতিশীল করন শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস এ কথাগুলো বলেন।
গতকাল বিকাল সাড়ে ৩ টায় জেলা প্রশাসক দরবার হলে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় পটুয়াখালীর আয়োজনে পটুয়াখালী ও বরগুনা জেলার দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে গতিশীল করন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় পরিচালক জুলফিকার আলী, দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় পটুয়াখালীর উপ পরিচালক মোজাহার আলী সরদার,,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটি পটুয়াখালী জেলার সভাপতি প্রফেসর আবদুস সালাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি পটুয়াখালী জেলার সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেনসহ বরগুনা ও পটুয়াখালীর সকল সভাপতি সাধারন সম্পাদক বিভিন্ন স্কুলের শিক্ষক ও নানা শ্রেনীর পেশার মানুষ এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com