বৃদ্ধ বয়সে ভরণপোষণ না দেওয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে নিজের ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক মা। সোমবার রাতে লালমোহন থানায় এ মামলা দায়ের করেছেন রোকেয়া বেগম নামের এক বৃদ্ধা।
ঘটনাটি ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের। ওই ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারের তোফাজ্জল হাওলাদারের স্ত্রী তিনি।
নিজের ছেলে মো. বাবুল হাওলাদারের বিরুদ্ধে মামলা করে সোমবার রাতে লালমোহন প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের কাছেও অভিযোগ করেন বৃদ্ধা রোকেয়া বেগম।
তিনি বলেন, প্রায় দেড় যুগ আগে তার স্বামী মারা যান। স্বামীর রেখে যাওয়া সম্পদ ভোগ করছে একমাত্র ছেলে বাবুল হাওলাদার। তবে মায়ের কোনো ভরণপোষণ দেন না এবং ভরণপোষণের কথা বললে শারীরিকভাবে নির্যাতন করে সে। তিনি অসহায়ভাবে বসবাস করেন। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন তিনি। কোনো উপায় না পেয়ে থানায় আসেন। প্রশাসন তাকে ন্যায্য বিচার পাইয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ বিষয়ে ছেলে বাবুল হাওলাদারের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।
লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, রোকেয়া বেগম নামের এক বৃদ্ধা মা ভরণপোষণ না দেওয়ার অভিযোগ নিয়ে থানায় আসেন। সন্তানের বিচারের দাবিতে ভরণপোষণ আইনে একটি মামলা করেন তিনি। আমরা ছেলের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেব।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com