স্টাফ রিপোর্টার : বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হওয়া এসব রোগীদের মধ্যে রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় এক রোগীর মৃত্যু হয়। তিনি বরিশাল নগরের ১৩ নম্বর ওয়ার্ডের কাজিপাড়া এলাকার ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ। এদিন সকাল সাড়ে ৯টায় উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়ার ২ ঘণ্টা পরই তিনি মারা যান।
একইভাবে করোনা উপসর্গ নিয়ে ভর্তির এক ঘণ্টা পর মারা যান বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামের ৫০ বছর বয়সী এক পুরুষ। তিনি শনিবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে ভর্তি হন এবং মারা যান রাত ১২টা ৪৫ মিনিটে।
এর আগে শনিবার বিকাল ৫টা ১৫ মিনিটে মারা যান মুলাদী পৌরসভার ৭ নং ওয়ার্ডে ৪৫ বছর বয়সী একজন। তিনি শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে ভর্তি হয়েছিলেন করোনা ওয়ার্ডে। শনিবার বেলা সাড়ে ১২টায় বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান।
এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মারা যান ৩৩ জন। এর মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২১৯ রোগী। এর মধ্যে ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com