শীতের সকালে শিশির ভেজা মাঠ ভরা সরিষা ফুলের গন্ধ বাতাসে ভাসছে। দিগন্তজোড়া হলুদের বিস্তার। গাঢ় হলুদ বর্ণের এ ফুলে মৌ মাছিরা গুণ গুণ করে মধু আহরণ করছে। দুর থেকে সরিষা ক্ষেতগুলো দেখে মনে হয়, কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে। ভোরের কাঁচাসোনা রোদে ঝলমল করছে ফসলি জমি। হলুদ সরষে ফুলের অবারিত সৌন্দর্য এখন লুটোপুটি খাচ্ছে রাজধানী থেকে কিছুটা দুরে কেরানীগঞ্জের মাঠে মাঠে। শীতের কুয়াশাকে উপেক্ষা করে চাষিরা ক্ষেতের যত্ন নিচ্ছেন। মাঠের পর মাঠ সরষে ক্ষেত প্রকৃতিতে যেন অন্য এক মাত্রা এনে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com