স্টাফ রিপোর্টার।।
বরিশাল সদর উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বাসা থেকে লুট হওয়া স্বর্ণসহ দুই জুয়েলার্স ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বরিশাল নগরীর কালিবাড়ী রোডে দুই ব্যবসায়ীর জুয়েলার্স থেকে স্বর্ণ উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। দুই দিন পূর্বে শিক্ষিকার বাসায় ডাকাতির সাথে জড়িত ৪ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই জুয়েলার্স ব্যবসায়ী হলেন : কালিবাড়ী রোডের উত্তম অলংকার ভবনের মালিক গোবিন্দ সরকার ও এসডি গিনি হাউজের মালিক শ্যামল দাস। গ্রেপ্তার ডাকাত সদস্যরা হলো : বাকেরগঞ্জের রবিপুর এলাকার মোতাহার শরীফের ছেলে আল আমিন শরীফ, একই এলাকার আলতাফ শরীফের ছেলে খোকন শরীফ, তার চাচাতো ভাই হালিম শরীফ ও সদর উপজেলার চর কাউয়া ইউনিয়নের হিরন নগরের বাসিন্দা মামুন। মহানগর পুলিশের বন্দর থানার পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান জানান, গত ২০ সেপ্টেম্বর সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের মৌলভীর হাট এলাকার বাসিন্দা স্কুল শিক্ষিকা ইসরাত জাহান ইভার ঘরে ডাকাতি হয়। ডাকাতরা বাসা থেকে প্রায় ৪ ভরি স্বর্নালংকার ও নগদ টাকা লুট করে। এ ঘটনায় তার দেবর কামরুল হোসেন খান বাদী হয়ে বন্দর থানায় মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দুই দিন পূর্বে বিভিন্ন স্থান থেকে চার ডাকাত সদস্য আল আমিন, খোকন, হালিম ও মামুনকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার দুপুরে নগরীর কালিবাড়ি রোডের উত্তম অলংকার ভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে ডাকাতদের লুট করা স্বর্নের দুই ভরি ও ৬ আনা উদ্ধার করা হয়। ডাকাতিকৃত স্বর্ণ কেনার অভিযোগে মালিক গোবিন্দ সরকারকে আটক করা হয়। পরে এসডি গিনি হাউজের মালিক শ্যামল দাসকে ডাকাতদের লুট করা একআনা এক রত্তিসহ গ্রেপ্তার করা হয়। পরিদর্শক আরো জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া সকলে ১৬১ ধারায় পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ডাকাতিতে তারা ৮ জন অংশ নিয়েছিলো। অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, লুট করা মালামাল উদ্ধার ও আরো জিজ্ঞাসাবাদের জন্য বরিশাল মহানগর হাকিমের কাছে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। উল্লেখ্য, বরিশালের বেশকিছু সনামধন্য স্বর্ণের দোকানে চোরাই এবং ডাকাতির স্বর্ণ কেনা-বেচার অভিযোগ দীর্ঘদিনের।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com