নিজস্ব প্রতিবেদক ।। বরিশালে ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে ইভটিজিং করার অভিযোগে এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে বরিশাল জেল হাজতে প্রেরন করা হয়েছে তাকে।
জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে ইভটিজিং করতো গৌরনদী উপজেলার রামসিদ্দি গ্রামের বাসিন্দা ইজিবাইক চালক সোহাগ মৃধা। বৃহস্পতিবার বিকালে স্কুল ছুটির পরে টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা নাগার সড়ক দিয়ে বাড়ি যাওয়ার সময় তাদের ইভটিজিং করেন ইজিবাইক চালক সোহাগ মৃধা। এঘটনা এলাকাবাসী জানার পর ধাওয়া করে সোহাগ মৃধাকে স্কুল কক্ষে আটক রাখে। স্কুল কর্তৃপক্ষ এই ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন ওই স্কুলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে ইজিবাইক চালক সোহাগ মৃধাকে ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দেন।
এসময় উপস্থিত ছিলেন, মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.মান্নান, থানার এসআই আলী হোসেন, গৈলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম চাঁনসহ অন্যান্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com