যশোর ব্যুরো : যশোর শার্শা উপজেলার গোড়পাড়া সীমান্ত থেকে সাত কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বারসহ দুই চোরা কারবারীকে আটক করেছে পুলিশ। জব্দ করা স্বর্ণের আনুমানিক দাম পাঁচ কোটি ৩৩ লাখ টাকা।
সোমবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে শার্শা উপজেলার ভারত সীমান্তবর্তী গোড়পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- নাইম হোসেন ও আজহারুল ইসলাম। তারা শার্শা উপজেলার বাসিন্দা।
নাভারন সার্কেলের এডিশনাল এসপি জুয়েল ইমরান জানান, বিকেলে গোড়পাড়া গ্রামের আমতলা নামক স্থানে ভারতে পাচারের জন্য স্বর্ণের বিশাল একটি চালান নিয়ে পাচারকারীরা অবস্থান করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন দু’জনের দেহ এবং ব্যাগ তল্লাশি করে ৬২টি স্বর্ণের বার পাওয়া যায়। সাত কেজি ২৫ গ্রাম ওজনের এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ৩৩ লাখ টাকা।
এর আগে সোমবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এক কেজি ৪৪ গ্রাম ওজনের নয়টি স্বর্ণের বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com