মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি:
শাবাব ফাউন্ডেশন নলছিটি শাখার ১৮ তম মানবিক দাফন কার্য্য সম্পন্ন করেছে আজ ৪ জুন শুক্রবার সকাল ১০টায়।
উপজেলার কুশঙ্গল ইউনিয়নের হাওলাদার বাড়ীর জানে আলম হাওলাদার (জালাল হাওলাদার) গতকাল ৩ জুন বৃহস্পতিবার রাত সারে ৭টার দিকে মৃত্যু বরণ করেন। তার করোনা পজেটিভ ছিল বলে জানা গেছে। তার করোনায় মৃত্যুর খবর শুনে আজ ৪ জুন শুক্রবার সকালেই সেখানে পৌছে যায় শাবাব ফাউন্ডেশন'র ১১ সদস্যের একটি মানবিক দল। তারা সকাল ১০টায় মৃতের গোসল, জানাজা এবং দাফনের কাজ সম্পন্ন করেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com