আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ও গুলিশাখালী ইউনিয়নের আমড়াগাছিয়া বাজারসংলগ্ন নদীতে আয়রণ ফুট ব্রিজ ভেঙে ইটবোঝাই ট্রলি নদীতে পড়ে গিয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে চাওড়া ইউনিয়নের ঘটখালী তালুকদার ব্রিকস থেকে কুকয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. ফারুক আকন একটি ট্রলিতে করে ইট বোঝাই করে গুলিশাখালী ইউনিয়নের বাজারখালী গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে আমড়াগাছিয়া বাজারসংলগ্ন নদীর ওপর নির্মিত আয়রণ ফুট ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ ব্রিজটির মাঝ বরাবর ভেঙে ইটসহ ট্রলিটি নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
গুলিশাখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বলেন, আজ (বুধবার) সকালে ইটবোঝাই একটি ট্রলি আয়রন ফুট ব্রিজটি পার হওয়ার সময় ব্রিজের মাঝখান দিয়ে ভেঙে নদীতে পড়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই ইউনিয়নের ২০ গ্রামের মানুষের। আমতলী থানার ওসি মো. শাহআলম হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com