ভোলা প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে কিশোর ও যুবকদের কে মাদক, জুয়া, ইভটিজিংসহ সকল সামাজিক অপরাধ থেকে মুক্ত রাখতে হলে তাদের কে মাঠমুখি করতে “অনুর্ধ্ব ৮ ও ১৬ শিশু কিশোরদের ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পিংয়ের উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। বৃহস্পতিবার সকালে লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে এ ক্যাম্পিংয়ের উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, শিশু কিশোর ও যুবকদের কে মাদক, জুয়া, ইভটিজিংসহ সকল সামাজিক অপরাধ থেকে মুক্ত রাখতে হলে তাদের কে মাঠমুখি করতে হবে। তরুণ প্রজন্মকে অপরাধমুক্ত রাখতে খেলাধূলাই একমাত্র মাধ্যম। তাই পড়ালেখার সাথে সাথে শিশু কিশোর ও যুবকদের শারীরিক ফিটনেস ধরে রাখতে তাদেরকে খেলাধূলায় আগ্রহী করে তুলতে অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার আল নোমান এর সভাপতিত্বে এসনয় উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের উপ পুলিশ পরিদর্শক ( ডিআইজি) এসএম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার (ভোলা) সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com