পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, মিয়ানমারের সামরিক জান্তা সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে রাজি হয়েছে। মিয়ানমারের সামরিক সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে আগের করা সব চুক্তি অনার করেছে।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসে ড. মোমেন বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সামরিক সরকার আগের করা সব চুক্তির অনার করেছে। তবে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ডকুমেন্ট চায়। রোহিঙ্গারা যখন এখানে আসে, তখন তো ডকুমেন্ট নিয়ে আসেনি। আর আমরা বলেছি, গেলে পুরো ফ্যামিলি যাবে।
চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, চীনের রাষ্ট্রদূতকে আমরা বলেছি- মিয়ানমার রোহিঙ্গাদের নিতে চাইলে নিয়ে যাক।আমরা ফেরত পাঠাতে এক পায়ে দাঁড়িয়ে। তবে কবে নেবে, তার কোনো ডেট এখনো ঠিক হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীনাদের বলার পর মিয়ানমার সীমান্তে বোমাবাজি কমেছে। তবে জিরো লাইনে ৫ হাজার রোহিঙ্গা আছে। আমরা চীনকে বলেছি, মিয়ানমারকে তারা যেন বলে এসব রোহিঙ্গাদের ভেতরে নিয়ে যাও।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com