থাকো তুমি সুখে
শিরিন আক্তার
একটা পূর্ণিমা রাত ছিল ওই ক্ষণে
যেদিন তুমি আসলে সুন্দর ভুবনে।
আরে বাহ্!কত্ত খুশি আমরা প্রত্যেকে
আরেক পৃথিবী এলো ছড়ানো আলোকে।
পুলকিত প্রতি মন সোনা মুখ দেখে
এই কামনায় মোরা;থাকো তুমি সুখে।
জ্ঞানে তুমি পূর্ণ হও হও নীতিবান
ছোটদের স্নেহ করো বড়কে সম্মান।
এসেছো ভুবনে,যাবে;কোনো একদিন
কথায় কর্মে রেখো না কারো কাছে ঋণ।
ভালো যদি বাসো তুমি ;ভালবাসা পাবে
তোমার জায়গা সদা মম বুকে হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com