রাজাপুর সংবাদদাতা :
ঝালকাঠির রাজাপুর থানার পিছনে প্রায় দু’শ গজের মধ্যে টিএন্ডটি সড়কে পাঁচতলা ভবনের তৃতীয় তলার দুই ফ্লাটের তালা ভেঙ্গে আজ (২১ আগষ্ট) দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই ফ্লাটের লোকজন বাসায় ছিলনা। চোর দুই ফ্লাট থেকে সারে ১৪ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। এক ফ্লাটের ভারাটিয়া পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) মোঃ কাওসার আহম্মেদ জানান, ওই ভবনের পাঁচতলার তৃতীয় তলায় তিনি পরিবারসহ ভাড়া থাকছেন। ২০ আগষ্ট শনিবার বাসায় তালা লাগিয়ে জেলার কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া আত্মিয়ের বাড়িতে বেড়াতে যান। ২১ আগষ্ট দুপুরের পরে বাড়ির মালিক পক্ষের কাছে ফোনে চুরির ঘটনা জানতে পেরে বাসায় আসেন। এসে দেখেন তার দড়জার তালা ভেঙ্গে চোর ভিতরে ঢুকে কাঠের আলমারি ও আলমারির ড্রয়ার ভেঙ্গে চোরেরা ১ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, দেড়ভরি ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল ও ১ভরি ওজনের স্বর্ণের ৩টি আংটি নিয়ে গেছে। অন্য ফ্লাটের ভারাটিয়া পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার মিরুখালি কলেজের অধ্যক্ষ মাহাবুবুল হক সবুজ জানান, ওই ভবনের পাঁচতলার তৃতীয় তলায় তিনি পরিবারসহ ভাড়া থাকছেন। ২১ আগষ্ট রোববার সকাল দশটার দিকে বাসায় তালা লাগিয়ে তার স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য বরিশালে যান। দুপুরের পরে বাড়ির মালিক পক্ষের কাছে ফোনে চুরির ঘটনা জানতে পেরে বাসায় আসেন। এসে দেখেন তার দড়জার তালা ভেঙ্গে চোর ভিতরে ঢুকে ষ্টীল আলমারি এবং আলমারির ড্রয়ার ভেঙ্গে তার আড়াই ভরি ওজনের ৩টি স্বর্ণের চেইন,২ভরি ওজনের গলার স্বর্ণের হার ১টি, দেড়ভরি ওজনের স্বর্ণের রুলি ১ জোড়া, পৌনে একভরি ওজনের স্বর্ণের আংটি ৪টি, ১ভরি ওজনের স্বর্ণের দুল ৩ জোড়া ও বিশ হাজার টাকা নিয়ে গেছে। তার কাছে তার স্ত্রীর বড় ভাইয়ের জমা রাখা দেড় ভরি স্বর্ণের ওজনের ১টি গলার হার, আধাভরি ওজনের স্বর্ণের আংটি দুটি ও দেড়ভরি ওজনের স্বর্ণের রুলি এক জোড়া চোর নিয়ে গেছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এবিষয় রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, ওই চুরির বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com