ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের বাগড়ির চিহ্নিত মাদক ব্যবসায়ী আফজালসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা বাগড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। মাদক বিরোধী এ অভিযানে তাদের কাছ থেকে পঁচিশ গ্রাম গাজাঁ উদ্ধার করে পুলিশ। ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ এ অভিযান চালায়। আটককৃতরা হল- উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাগড়ি বাজার এলাকার মৃত আদম আলী হাওলাদারের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী আফজাল হোসেন হাওলাদার (৫৫) এবং একই এলাকার মাছ ব্যবসায়ী খলিলুর রহমানের ছেলে মো. সিফাতুল ইসলাম তামিম (২০)। এলাকাবাসী অভিযোগ করে জানান, আফজাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে মাদকের আখড়া পড়ে তোলেন। কয়েক বার মামলা মামলায় জেল খেটেছে। সে জেলে থাকলে তার পরিবারের লোকজন মাদকের ব্যবসা চালিয়ে যায়। আফজাল তার পরিবারের লোকজন ও সহযোগীদের নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের আখড়া গড়ে তুলেছে। খুলনাসহ বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে এলাকার শিশু-কিশোর ও যুব সমাজের মাঝে বিক্রি করে পুরো এলাকায় মাদক ছড়িয়ে দিচ্ছে। ঝালকাঠির সিনিয়র সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানা জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রথমে তামিমকে গাজাসহ আটক করা হয়। তামিম আফজালের কাছ থেকে গাজা ক্রয় করেছে বলে তার স্বীকারোক্তি অনুযায়ী আফজালের ঘরে অভিযান চালিয়ে তার বালিশের নিচ থেকে গাজা উদ্ধারসহ আফজালকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। আফজালের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
রাজাপুরে কৃষকের লাশ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের বাগড়ি বাশতলা গ্রামের মল্লিকবাড়ি থেকে রুস্তুম মল্লিক (৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকা মোহাম্মদ মল্লিকের ছেলে। স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে শ^াসকাশসহ নানা রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য সকালে স্বজনদের কাছে টাকা চাইলে এ নিয়ে পারিবারিক কলহ দেখা দেয়। পরে তার স্ত্রী নাতনি নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গেলে এ সুযোগে দুপুরে ফাঁকা ঘরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে উঠানে কাতরালে বাড়ির লোকজন হাসপাতালে নিয়ে গেলে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথকিম চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করলে শেবাচিমে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। রাজাপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা জানান, মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরনরে প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com