সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নিয়মিতভাবে এমভি জাহিদ ও এমভি সুন্দরবন লঞ্চ চলাচলের দাবীতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাঙ্গাবালী লঞ্চঘাট থেকে রাঙ্গাবালী সদর ইউপি চেয়ারম্যান মু. সাইদুজ্জামান মামুন এর নেতৃত্তে এবং যাত্রী কল্যাণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে এমভি জাহিদ ও এমভি সুন্দবন লঞ্চের দৈনিক কমপক্ষে একটি করে লঞ্চ যাতায়াতের দাবী করে লঞ্চ মালিকসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে এ মানববন্ধনে বক্তব্য রাখেন সাইদুজ্জামান মামুন, ফয়সাল আহমেদ, মনির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, দেশের দক্ষিন অঞ্চলের বৃহত্তম বানিজ্যিক কেন্দ্র দ্বীপ উপজেলা রাঙ্গাবালী থেকে দৈনিক শতশত যাত্রী ঢাকা যাতায়াত করে।
এমভি সুন্দরবন লঞ্চটি ঢাকা টু রাঙ্গাবালী প্রতিনিয়ত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com