অনলাইন সংস্করণ :
বরগুনার পাথরঘাটায় যুবদলের মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা থানাসংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিসহ ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের নেতা আবুবকর ছিদ্দিক মেছাল বলেন, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরাও পাথরঘাটায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। এতে কোনো ধরনের উসকানি ছাড়াই আমাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।
তিনি আরও বলেন, আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা চলছে।
আহতরা হলেন- আবুবকর সিদ্দিক মেছাল, সোহেল পহলান, গিয়াস মাহমুদ, সোয়ানুর রহমান সোহাগ, মামুন আহমেদ, রিয়াজ, সজল, বায়জিদ বোস্তামী, জসিম, ফোরকান, খাইরুল শরীফ, নান্টু মিয়া।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী জানান, শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যুবদলের মিছিলকারীদের দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে সমাবেশ করতে বলা হয়। এ সময় তারা ভেতরে যেতে না চাইলে হাতাহাতির ঘটনা ঘটে।
তবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমদ সুজন জানান, প্রধানমন্ত্রীর সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ায় আমরা বাধা দিয়েছি।
পাথরঘাটা থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শহরের অতিরিক্ত পুলিশ মোতাযেন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com