বিজরী বরকতউল্লাহ। নন্দিত অভিনেত্রী। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'বিঞ্জ'-এ সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব সিরজি 'দ্য সাইলেন্স'। ওয়েব মাধ্যমের পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করছেন তিনি। মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে-
ওয়েব সিরিজ 'দ্য সাইলেন্স' নিয়ে বলুন
'দ্য সাইলেন্স' মূলত একটা খেলার গল্প। খেলোয়াড় অয়ন ও রুবি। কিন্তু কেমন সে খেলা, তা বোঝা যাবে সিরিজটি দেখার পর। অতিভোজন, হিংসা, ক্রোধ, অহংকার, লোভ, লালসা, অলসতা- এগুলোই 'দ্য সাইলেন্স'-এর বিষয়। অন্য রকম ভালোবাসার গল্পও অবশ্য আছে এতে।
এই সিরিজে আপনি অভিনয় করেছেন 'আফরোজা' চরিত্রে। এই চরিত্রে অভিনয় নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন?
অদ্ভুত এক চরিত্র আফরোজা। কখনও সে প্রচণ্ড রেগে দিজ্ঞ্বিদিক ছুটে যায়, কখনও কূটকৌশলে সফল হয়ে পাগলাটে হাসি হাসে। আবার কখনও দর্শকের সামনে চোখের জাদু দেখায়। গল্প ও চরিত্র মিলিয়ে সিরিজটি বেশ মজার- এমন কথা শোনা গেছে অনেকের মুখে। সিরিজটির দৃশ্যধারণের সময় সবাই বেশ পরিশ্রম করেছেন। এখন যখন দর্শকদের কাজটি ভালো লাগছে বলে শুনছি, তখন সব পরিশ্রম সার্থক হয়েছে বলেই মনে করি।
প্রতিটি কাজে নিজেকে নতুন চরিত্রে তুলে ধরতে চান বলেই গল্প ও চরিত্র নিয়ে আলাদা করে ভাবেন?
ভালো ওয়েব সিরিজ, নাটক কিংবা টেলিছবিতে সবার আগে প্রয়োজন ভিন্নধাঁচের গল্প। সেই সঙ্গে চরিত্রের গভীরতা থাকা চাই। হাস্যরসাত্মক গল্পেও চরিত্র গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ জন্য কোনো কাজের আগে গল্প ও চরিত্র নিয়ে ভাবি। সব সময় চ্যালেঞ্জিং চরিত্র খুঁজি, নিজেকে ভাঙার জন্য এটি জরুরি।
টিভি নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন মনে হয়...
বিষয়টি আসলে সে রকম নয়। আমার কাছে টিভি নাটকের যে ধরনের গল্প আসছে তাতে নতুনত্ব নেই। যুঁতসই চরিত্রও পাচ্ছি না। এ কারণে সব সময় টিভিতে কাজ করছি না। চলতি মাসেও নাটকের তিনটি চিত্রনাট্য এসেছে। অবাক লাগে, ২০২৩ সালে এসে এই চিত্রনাট্যে কীভাবে কাজের উদ্যোগ নেন নির্মাতা বা প্রযোজকরা। সেগুলো আবার চ্যানেল থেকে পাসও করা। মানুষের রুচি ও মানসিকতার পরিবর্তন হয়েছে, ভাবনার জগৎ খুলেছে। এখনও যদি অন্য রকম স্ট্ক্রিপ্ট নিয়ে না আসি তাহলে আগামীর পথ পাড়ি দেব কীভাবে?
নতুন নির্মাতা ও অভিনয়শিল্পীদের কাজ কেমন লাগে?
অনেক নির্মাতা জীবনঘনিষ্ঠ কনটেন্ট নিয়ে কাজ করছেন। আমি নিজেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পছন্দ করি। নতুনদের কাছ থেকে অনেক কিছু শিখছি। এই সময়ের অনেক নির্মাতা বুঝেশুনে নির্মাণে এসেছেন। ইউটিউব ও ওটিটির কল্যাণে অনেক অভিনয়শিল্পীর কাজই দেখার সুযোগ হয়। কোথায় ছিলেন তাঁরা এত দিন!
এই সময়ের ব্যস্ততা কী নিয়ে?
ওটিটির কাজ নিয়েই বেশি ব্যস্ত সময় কাটছে। আগামী মাসে ঈদের নাটকের কাজ শুরু করব। এ ছাড়া আসছে স্বাধীনতা দিবসের জন্য 'মানুষ' নামে একটি নাটকে অভিনয় করেছি। এটি পরিচালনা করেছেন হাসান মোর্শেদ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com