যশোর ব্যুরো : ব্যাপক প্রচার প্রচারণা শেষে আজ সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে যশোর জেলা পরিষদ নির্বাচন। বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত।
সকালে ভোট শুরুর পর ভোটার উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার সংখ্যা। সদরের কালেক্টরেট স্কুল কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের সরব উপস্থিতি। কেন্দ্রের সামনে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্লাবাহিনী রয়েছে ব্যাপক সতর্কাবস্থায়। কোনো দোকানপাট খোলা নেই, নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল।
ভোট কেন্দ্রের সামনে উপস্থিত রয়েছেন চেয়্যারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্য প্রার্থীগণ।
যশোর সদরের ভোট গ্রহণ চলছে কালেক্টরেট স্কুলে। এ কেন্দ্রের আশেপাশে প্যানা ও পোস্টারে ছেয়ে গেছে। কেন্দ্রে রয়েছে পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী।
নির্বাচন অফিস মতে, যশোর জেলা পরিষদে চেয়ারম্যান পদে একটি, ৮টি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডসহ মোট ১২টি পদে ভোট গ্রহণ চলছে। চেয়ারম্যান পদে দুইজনসহ মোট ৫১ প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। এক হাজার ৩১৯ ভোটার ভোটাধিকার প্রয়োগ করে তাদের ভাগ্য নির্ধারণ করবেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com