যশোর ব্যুরো : ২৫ আগষ্ট ২০২২ ইং তারিখে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে নয়াগণতান্ত্রিক গণমোর্চা ও জাতীয় মুক্তি কাউন্সিল, , এই দুই সংগঠনের উদ্যোগে আজ যশোরে হরতাল পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮ টা থেকেই নেতাকর্মীকে যশোরে বিভিন্ন পয়েন্টে এ হরতাল ও পিকেটিং করতে দেখা যায়।
হরতালের নেতৃত্ব দেন জাতীয় মুক্তি কাউন্সিল, জেলা সমন্বয়ক কমরেড জাহাঙ্গীর ফিরোজ এবং নয়া গণতান্ত্রিক গণমোর্চার জেলা সংগঠক কমরেড খবির শিকদার।
হরতাল শেষে যশোর লালদিঘী পাড়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জাহিদুল ইসলাম জাহিদ, জেলা নেতা আবদুল আলিম, মিলন রহমান , হাসান মাহমুদ, জামসেদ আলী মোড়ল, আছসার হোসেন , পরিতোষ ঠাকুর, ইলিয়াস হোসেন কাঞ্চন, , মোহাম্মদ আলফু শিকদার , সুমির দাস, শামিম হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com