মিলন কান্তি দাস
নলছিটি উপজেলার মোল্লার হাট ইউনিয়ন বৈশাখিয়া গ্রামের মোহম্মদ বাবুল মোল্লা (৫৫) ৩ জুন বুধবার সকাল ৮টার দিকে নিজ বাড়িতে মৃত্যু বরণ করে( ইন্না----------রাজেউন)।বৈশাখিয়া গ্রামের আবদুল মালেক মোল্লার বড়ো ছেলে বাবুল মোল্লা জ্বর, সর্দি ও কাশি নিয়ে মৃত্যু বরণ করেন। এলাকার লোকজনের অনুরোধে পৌছে যায় "শাবাব" নলছিটি শাখার মানবিক সেচ্ছাসেবক দলের সদস্যরা। শাবাব টিম লাশের গোসল,কাফন,জানাজা ও দাফনের যাবতীয় কাজ সম্পন্ন করে। এই নিয়ে "শাবাব" নলছিটি শাখার মানবিক সেচ্ছাসেবক দলের সদস্যরা ৭ম ব্যক্তির দাফনের সম্পন্ন করেছে।উপজেলা স্বাস্থ্য বিভাগ খবর পেয়ে মৃত বাবুল মোল্লার নমূনা সংগ্রহ করেছে।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com