মোঃতাজেম আলী মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসুর্চীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিটের নীরবতা পালন শেষে ইউপি পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হল রুমে
বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ, ইউপি সচিব মোঃ তোফাজ্জল হোসেন চৌধুরী, ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মনির হোসেন, আমিনুল ইসলাম নবরাজ, শামীম ভুইয়া, হুমায়ুন কবির হাওলাদার, ইলিয়াছ মাহমুদ,, মোস্তাফিজুর রহমান নাছির, কবির মিয়াজি, সহিদ সিকদার সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য পারভীন আক্তার,ফাহিমা বেগম, কলি বেগম ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দোক্তা এবং অত্র ইউনিয়নের সকল গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।
এ সময় ১৯৭৫ সালের ১৫ই আগস্টে জাতিরজনক বঙ্গবন্ধু সহ শাহাদাত বরনকারী সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন আব্দুল্লাহপুর থানা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন সাহেব।
দোয়া মোনাজাত শেষে কাঙ্গালী ভোজ বিতরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com