বরিশালের মেহেন্দিগঞ্জে খাদ্যগুদাম শ্রমিকের ঘর থেকে ৫০ কেজি ওজনের সরকারি ১২ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
তবে সে পালিয়ে যাওয়ায় অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরননবী।
তিনি বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা ও থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জের বদরপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরননবীর নেতৃত্বে ওই অভিযানে খাদ্যগুদামের শ্রমিক রফিক কাজীর ঘর থেকে
সরকারি ১২ বস্তা চাল উদ্ধার করা হয়। যার প্রতিটিতে ৫০ কেজি করে চাল ছিল।
এ বিষয়ে খাদ্যগুদামের কর্মকর্তারা কোনো কথা বলতে চাননি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরননবী বলেন, আরও বেশি সরকারি চাল ঘটনাস্থলে থাকার খবর ছিল, তবে সেখানে গিয়ে আমরা ১২ বস্তা চাল উদ্ধার করতে পারি।
হয়তো চক্রটি আগে থেকেই বাকি চালের বস্তাগুলো সরিয়ে ফেলেছে। এ ঘটনায় নিয়মিত মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে মামলার আলামত হিসেবে চালগুলো জব্দ তালিকায় দেখানো হবে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, অভিযানের সময় উদ্ধার হওয়া ১২ বস্তা সরকারি চাল জব্দ করে থানায় আনা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com