মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : মেহেন্দিগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক কাউন্সিলর রিপন কুমার নাথ (৪৫) বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেণ। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ভাই ও কন্যা সহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন। রিপন কুমার নাথ এর মৃত্যুর সংবাদ মেহেন্দিগঞ্জের সর্বত্র ছড়িয়ে পড়লে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ, মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল উদ্দিন খান, পৌর আ’লীগের সভাপতি সরোয়ার আলম আজাদ, পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি এহসাক খান, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক এহসান রেজা জিতু, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত, সাধারন সম্পাদক মোঃ তাজেম আলী, মেহেন্দিগঞ্জ সম্মিলিত সাংবাদিক জোট’র আহবায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম-আহবায়ক মোঃ আবুল কালাম সহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com