মোঃতাজেম আলী মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জের আড়িয়ালখাঁ নদীর তীরে তালুকদার চরে বেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটিকেটে বিক্রির অভিযোগে একটি বেকুসহ ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- বেকু মালিক মোঃ আল আমিন প্রামাণিক( ২৮) পিতা আনসার প্রামাণিক, ট্রলার মালিক মন্টু হাওলাদার( ৩৮) পিতা হাবিব হাওলাদার, গ্রাম কাউখালি, থানা নাজিরপুর জেলা পিরোজপুর। বেকুর হেলপার নিরব শেখ (২০) পিতা জামিরুল শেখ। বিশেষ সুত্রে জানা যায় এরা স্থানীয় একটি সিন্ডিকেট'র সহায়তায় এই মাটি নিয়ে ব্রিক ফিল্ডে বিক্রি করেন।বৃহস্পতিবার (১০ জুন) বিকেল আনুমানিক সাড়ে ৩টায় মেহেন্দিগঞ্জের আড়িয়াল খাঁ নদীর তীর থেকে বেকুসহ তাদের আটক করা হয়। সুত্র জানান, ওই এলাকার আড়িয়ালখাঁ নদীর তীর তালুকদার চরে অবৈধভাবে বেকু মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগে উপজেলার নির্বাহী অফিসার শাহাদাত হোসেন মাসুদ'র নেতৃত্বে পুলিশ'র এস আই মেহেদী হাসানের সঙ্গীয় টিম অভিযান চালিয়ে বেকুটি জব্দ করে এবং জড়িত ৩ জনকে আটক করে। পরে এদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেকু মালিকের এক লাখ টাকা ও ট্রলার মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও এদিন নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে একটি অবৈধ ড্রেজারকে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন ইউএনও। এ বিষয়ে এস আই মেহেদী হাসান বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন মাসুদ বেকুসহ ৩জনকে আটক এবং ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: [email protected] মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com