মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে আজ বৃহস্পতিবার সকালে নবজাতকের জন্ম দিয়েছেন এক নারী। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক মাহফুজুর রহমান এ তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
ডিএমটিসিএল ব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, ‘ওই নারীর নাম সোনিয়া রানি। আজ সকালে স্বামী সুকান্ত সাহার সঙ্গে উত্তরা থেকে তিনি মেট্রোরেলে রওনা দিয়েছিলেন। ট্রেনটি আগারগাঁও স্টেশনে পৌঁছালে তার প্রসববেদনা ওঠে। তখন স্কাউট সদস্য ও ডিএমটিসিএল কর্তৃপক্ষ দ্রুত তাঁকে স্টেশনের ফার্স্ট এইড কক্ষে নিয়ে যায়। পরে এক নারী চিকিৎসকের সহায়তায় নবজাতকের জন্ম হয়।’
মাহফুজুর বলেন, ‘মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। পরে তাদেরকে অ্যাম্বুলেন্সে করে একটি হাসপাতালে নেওয়া হয়।’
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com