শব্দ অস্পষ্ট তবুও বলে যায় সীমাহীন কষ্ট,
অসীম ভালেলাগা বোধ
অসম্পূর্ণ ভাষায় প্রকাশের প্রচেষ্টা
অন্তর আছে, আছে তৃষ্ণা আছে ক্ষিধে
আছে আবেগের ব্যকুলতা।
মরা শব্দের অস্পষ্টতায় মরেনা যৌবন
বাড়ন্ত দেহে নিঃশব্দে বসন্ত দখল
শিরশিরিয়ে দক্ষিণা সমীরণ করে যায় ফাগুন বরন
বিমূঢ় শব্দরা ইঙ্গিতে বুঝে নেয়
ঘর বরের সঙ্গত কারণ।
লকলকে জিভ ফাঁদ পাতে সরলতায়
মিথ্যে স্বপ্ন বুনে দেয় ছুঁয়ে নরমাংসের সুরম্য অনুভূতি, ৷৷৷
সঞ্চালিত করে অঙ্গ অঙ্গনে,
অবশেষে অঙ্কুরিত হয় আত্মার ভিতর আত্মা সংগোপনে!
এবার বুলি কপচানো বন্ধ তোতা পাখির
প্রতিশ্রুতি হয় আঁধারের যাত্রী নিঃশব্দ চরণ।
জানেনা বিমূঢ় মিথ্যে কতটা বীভৎস
কতোটা নির্মমতায় পরিণত হয় ,
জীবনের ভিতর বেড়ে ওঠা জীবনের স্পন্দন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com