বিনোদন প্রতিবেদক,
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে অভিনেতা ও নির্মাতা মীর সাব্বিরের করা একটি মন্তব্য নিয়ে অভিযোগ তুলেছেন অনুষ্ঠানটির উপস্থাপিকা ইসরাত পায়েল। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে এ নিয়ে তোপের মুখে ওই উপস্থাপিকাই।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মঞ্চ থেকে নেমে যাচ্ছেন অনুষ্ঠানের বিচারক অভিনেতা মীর সাব্বির। ঠিক তখন পেছন থেকে তাকে ডেকে থামান উপস্থাপিকা ইসরাত পায়েল। ফিরে আসার পর পায়েল বলেন, ‘বরিশালের আঞ্চলিক ভাষায় কোনো নাটকের একটি সংলাপ শুনতে চাই।’
সে সময় মাইক্রোফোন হাতে নিয়ে মীর সাব্বির বলেন, ‘আমার নাটকের সংলাপ মনে থাকে না।’ এরপর খানিকটা সময় নিয়ে এ অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষায় পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতারি তুমি এইরহম উদলা গাইয়ে দাঁড়ায় আছো কিয়ের লাইগ্যা।’
‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে বিষয়টি হেসে উড়িয়ে দিলেও পরে সাব্বিরের মন্তব্য নিয়ে আপত্তি তোলেন ওই উপস্থাপিকা। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক একটি মঞ্চে এসে পোশাক নিয়ে কথা বলাটা কুরুচির লক্ষণ। এই বিষয়ে তাকে ক্ষমা চাওয়া উচিত।’
সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকে কমেন্ট বক্সে ওই উপস্থাপিকাকে ধুয়ে দিচ্ছেন নেটগেরিকরা। যাদের মধ্যে নারী নেটগেরিকরাও রয়েছেন। আরোহী হাওলাদার নামে একজন লিখেছেন, ‘ভাইরাল হওয়ার ধান্দা। আগে কেউ চিনতো না এখন ভালোভাবে চিনবে এটাই।’
শাহরিন জাহান শর্মি নামে একজন লিখেছেন, ‘আপনি যেভাবে নিজেকে উপস্থাপন করবেন আপনাকে সেভাবেই দেখবে সবাই।’ এইচ এম নাসির উদ্দিন নামে একজন লিখেছেন, ‘সাব্বির ভাইকে স্যালুট, আপনার মতো সবাই যদি সব জায়গায় প্রতিবাদ করতো তাহলে আজ আমাদের সমাজে নারীরা এত ছড়িয়ে ছিটিয়ে পড়তো না।’
জান্নাতুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘তখন তো ঠিকই সাব্বির ভাইয়ের কথায় মজা নিছেন, হাসি দিলেন। এখন আবার ক্রাইম হয়ে গেল। আজব দুনিয়া।’
দেশের প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলীয় নেত্রী নারী- সাক্ষাৎকারে এমন উদাহরণ টানেন ওই উপস্থাপিকা। এ বিষয়ে মোশাররফ নোমান নামে এক নেটগেরিক লিখেছেন, ‘দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রী আপনার মতো অশালীন পোশাক পরে না, যে তাদের উদাহরণ টানবেন!’
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com