পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাংচুর, মামলায় গ্রেফতার ৩
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর
স্টাফ রিপোর্টার ॥ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আওয়ামী লীগের অফিস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন সোলেমান সিকদারের ছেলে হাতেম সিকদার। হামলা ও ভাংচুরের ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধের জের ধরে (৩ আগস্ট) সোমবার রাতে একই এলাকার সন্ত্রাসী মৃত আজহার হাওলাদারের ছেলে সাহজাহান, মৃত মুজাফ্ফর হাওলাদারের ছেলে মিজানুর, সেলিম, মৃত মোসলেম হাওলাদারের ছেলে কবির, সাহজাহান হাওলাদারের ছেলে মিন্টু ও মৃত আজহার হাওলাদারের ছেলে নুরুসহ ১০ থেকে ১২ জন সন্ত্রাসী।
৩নং আমড়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাংচুর করে। এসময় সন্ত্রাসীরা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে থাকা জাতির জনক শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি কুপিয়ে টুকরো টুকরো করে। এ ঘটনায় হাতেম সিকদার বাদি হয়ে ৬ জন নামধারী ও অজ্ঞাত অনেককে আসামী করে থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২/২০২০। ওই মামলার আসামী সেলিম, কবির ও মিজানুর হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। আজ গ্রেফতারকৃতদেরকে আদালতে নেয়া হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন ।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com