রানা,পটুয়াখালী প্রতিনিধিঃ সরকারের রুপকল্প ২-০২১ বাস্তবায়ন এবং টেকসই উন্নয়ণ লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক,দাখিল ও আলিম মাদ্্রাসার প্রধানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মোঃ গোলাম সরোয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সভায় সদর উপজেলার মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক,দাখিল ও আলিম মাদ্্রাসার প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠান প্রধানগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মামুনুর রশীদ নোমানী ।
যোগাযোগ: আদালত পাড়া সদর রোড,বরিশাল। ইমেইল: nomanibsl@gmail.com মোবাইল: 01713799669
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2008-2023 BarisalKhabar24.com